× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাঁড়িপাল্লা’র সমর্থনে ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম

রাঙ্গুনিয়া প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৫, ১৩:২৯ পিএম

চট্টগ্রামে বসবাসরত রাঙ্গুনিয়াবাসীদের নিয়ে ‘ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া নাগরিক ফোরাম’-এর আয়োজনে এক প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর বহদ্দারহাটে গতকাল রোববার (২৬ অক্টোবর) এক কমিউনিটি সেন্টারে প্রাণবন্ত এই আয়োজনটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া শাখার আমির হাসান মুরাদ। 

মাওলানা শওকত হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী, মাওলানা মুহাম্মদ মিয়া হোসাইন শরীফ প্রমুখ।

প্রোগ্রামে রাঙ্গুনিয়াবাসীর বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। এছাড়াও বক্তরা বলেন, রাঙ্গুনিয়াবাসীদের এই ঐক্য ভবিষ্যতে রাঙ্গুনিয়ার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সভায় রাঙ্গুনিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, প্রবাসী প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন এবং রাঙ্গুনিয়ার উন্নয়ন ও ঐক্যের আহ্বান জানান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.