রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আজ ২৭ অক্টোবর বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সভায় মনোনয়নপ্রত্যাশীদের দিকনির্দেশনা দেবেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, যেসব মনোনয়ন প্রত্যাশীকে সভায় ডাকা হয়েছে, তাদের কাছ থেকে ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করা হয়েছে। সোমবার বিকেল ৩টার মধ্যে ছবিযুক্ত বিশেষ পাসকার্ড সংগ্রহ করে ৪টায় সভাকক্ষে প্রবেশ করতে হবে মনোনয়নপ্রত্যাশীদের।
বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত বলেন, “রাজশাহী বিভাগের সাত জেলার ৩২টি আসনের মোট ৯৯ জন মনোনয়ন প্রত্যাশীকে বৈঠকে ডাকা হয়েছে। দলের হাইকম্যান্ড থেকেই তালিকাটি প্রস্তুত করা হয়েছে এবং কার্যালয় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের দিকনির্দেশনা দেবেন। এরপর যারা মনোনয়নের সম্ভাব্য প্রার্থী, তাদের সবুজ সংকেত দেওয়া হবে।”
তিনি আরও জানান, রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জের ৩২টি আসন এই বৈঠকের আওতায় রয়েছে। এর আগে বগুড়ার সাতটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গেও বৈঠক করেছেন তারেক রহমান।
এদিকে, রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশী মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলায়। এ জেলার ছয়টি আসনে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ৪৮ জন। যাদের মধ্যে পাঁচজন প্রবাসী এবং তারা দেশের বাইরে আছেন। বাকি ৪৩ জন নিজ নিজ আসনে সক্রিয়। তবে এই ৪৩ জনের মধ্যে কে কে ডাক পেলেন আর শুরুতেই কে কে বাদ পড়লেন এ নিয়ে চলছে রাজশাহীর রাজনীতিতে তোলপাড়। দেশে অবস্থানরত মনোনয়ন প্রত্যাশী ৪৩ জনের মধ্যে ২৪ জনের ডাক পাওয়ার কথা জানা গেছে।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর): রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়ন প্রত্যাশী আটজন। এরা হলেন, বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ভাই মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক, বিএনপির প্রবীন নেতা ইঞ্জিনিয়ার কেএম জুয়েল, সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, বিএনপি নেতা সাজেদুর রহমান মার্কনি, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব এবং যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক শাহাদৎ হোসেন শাহীন, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।
রাজশাহী-২ (মহানগর): রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে চান তার অনুসারীরা। তাকে প্রার্থী করতে প্রচার-প্রচারণা চালাচ্ছেন দীর্ঘ দিন ধরে। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর): রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ছয়জন। এরা হলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জাল হোসেন তপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা রায়হানুল আলম রায়হান, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন ও বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত কবীর হোসেনের ছেলে নাসির হোসেন অস্থির।
রাজশাহী-৪ (বাগমারা): রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ভিড় সবচেয়ে বেশি। এ আসনে পিতা-পুত্রসহ মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ১১ জন। এরা হলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল গফুর, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম বাবু, সাবেক এমপি আব্দুল গফুরের ছেলে মেজর (অব.) আব্দুল্লাহ আল ফারাবী, আমেরিকা প্রবাসী ড. জাহিদ দেওয়ান শামীম, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. আশফাকুর রহমান শেলী, অ্যাডভোকেট মাহাফুজুর রহমান, সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেনের ছেলে সানিয়াত হোসেন শুভ, সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর।
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া): রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনেও বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ছড়াছড়ি। এ আসনে ধানের শীষের মনোনয়ন চান নয়জন। তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মাহমুদা হাবিবা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, পুঠিয়া বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক, শিল্পপতি আব্দুস সাত্তার, এ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলকার নাঈম মোস্তফা, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার রেজাউল করীম, শ্রমিক দলনেতা রোকনুজ্জামান আলম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধক্ষ্য গোলাম মোস্তফা।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা): রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনেও বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকা বেশ দীর্ঘ। এই আসনে ধানের শেষের মনোনয়ন চার নয়জন। এরা হলেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ দত্ত, বিএনপির কেন্দ্রীয় সদস্য দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বজলুর রহমান, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান মানিক, যুক্তরাষ্ট্র প্রবাসী আমিনুল ইসলাম মিঠু ও মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম বিলাত।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
