× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নন-ফুড সামগ্রী বিতরণ

উবাসিং মারমা, রুমা(বান্দরবান)

২৭ অক্টোবর ২০২৫, ১৪:০৭ পিএম

বান্দরবানের রুমা উপজেলায় ঝুঁকিপূর্ণ ও অসহায় পরিবারের মাঝে নন-ফুড আইটেম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় রুমা সাঙ্গু কলেজ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “বান্দরবান হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল” এর উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (টঘউচ) ও কানাডা সরকারের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে রুমা উপজেলার মোট ৯১৮ জন নারী ও পুরুষের মাঝে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় নন-ফুড সামগ্রী বিতরণ করা হয়। প্রতিজনকে বালতি, পানি রাখার বোতল, হাঁড়ি-পাতিল, বেলচা, ওষুধ স্প্রে, দড়ি, কাপ ও তেরপালসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও প্রতিজনকে ২০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ফ্যাসিলিটেটিং অ্যাসোসিয়েট (টঘউচ) মোহাম্মদ সেলিম উদ্দিন এবং বান্দরবান-রোয়াংছড়ি ইউনিয়ন ফিল্ড অফিসার মেবুচিং খেয়াং, র্টেকনিক্যাল অফিসার,টিও শর্মী সারকী, রুমা উপজেলা ফ্যাসিলিটেটর জেমস বম। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। 

উপজেলার বাসিন্দা সিংরুই ম্রো বলেন,আমরা পাহাড়ে অনেক কষ্টে থাকি। এই জিনিসগুলো আমাদের জন্য খুব দরকার ছিল। আজ পেয়ে খুব খুশি।

আরেকজন উপকারভোগী সংদন ম্রো বলেন,বৃষ্টির সময় ঘর ঠিক রাখা, পানি রাখার বোতল ও তেরপল আমাদের অনেক কাজে লাগবে। সরকার ও ইউএনডিপিকে ধন্যবাদ।

এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দুর্যোগে টিকে থাকার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.