× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৫, ১৮:১০ পিএম

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সমবায় বর্ষ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগরণী চক্র ফাউন্ডেশন এর উদ্যোগে সোমবার (২৭ অক্টোবর) স্বাধীন মহিলা সমবায় সমিতি লি. এর কার্যালয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নাটোর জেলার, বড়াইগ্রাম উপজেলার ৩ টি সমবায় সমিতি অংশগ্রহণ ও সহযোগিতা করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি  উপস্থিত ছিলেন, ডা. মো. নুরে আলম সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, বড়াইগ্রাম, নাটোর, আরও উপস্থিত ছিলেন মো. সজীব আল মারুফ, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, বড়াইগ্রাম, নাটোর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ (শিক্ষক, ছাত্র)। আরও উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ  এর  প্রোগ্রাম অফিসার মো. আশরাফুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশন এর বিডি-১৬ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফ হোসেন। 

প্রধান অতিথি  বলেন  “আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আন্তর্জাতিক সমবায় বর্ষের যে ধারা নতুনভাবে স্মরণ, অর্জনসমূহের স্বীকৃতি এবং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী সমবায়ভিত্তিক উন্নয়নের পথ রচনার সুযোগ তৈরীতে সমবায় সমিতি কাজ করবে এবং তার অবদান ধরে রেখে আপনারা কাজ করে যাবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো’’ । 

বিশেষ অতিথি  বক্তব্য রাখেন, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মো. আশরাফুল ইসলাম, মো. সজীব আল মারুফ, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মো. আতিকুর রহমান, সমবায় সভানেত্রী আয়েশা সিদ্দিকা, মোছা. ববিতা খাতুন এবং রোশনী বেগম। বক্তারা “আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আন্তর্জাতিক সমবায় বর্ষের মিশন, ভিশন ও মুল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে সমবায়ের পক্ষ থেকে দরিদ্র ও এতিমদের জন্য খাদ্য উপকরণ বিতরণ ও র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়েশা সিদ্দিকা, সভাপতি, আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লি. ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মিনতি রায়, আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লি.

বিডি ১৬ প্রকল্পের আওতায় কৃষি নারী উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহায়তায় এবং জাগরণী চক্র ফাউন্ডেশন এর বাস্তবায়নে আজ ২৭ অক্টোবর ২০২৫ নাটোরের বড়াইগ্রামে সমবায়ী কৃষি নারী উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সজীব আল মারুফ, উপজেলা কৃষি অফিসার, ডা. মো. নুরে আলম সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, বড়াইগ্রাম, নাটোর। আরও উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মো. আশরাফুল ইসলাম এবং জাগরণী চক্র ফাউন্ডেশন এর বিডি-১৬ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফ হোসেন সহ সমবায়ের কার্যনির্বাহী সদস্য ও কৃষি যন্ত্র গ্রহণকারী উদ্যোক্তাগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.