× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে বিশ্ব হাত ধোয়া দিবস

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৫, ১৯:১৪ পিএম

ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রতি বছর ২৭ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয় এবং অক্টোবর মাসে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন করা হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল জনসাধারণকে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে, উপজেলা প্রশাসনের সমন্বয়ে এই দিবসের কার্যক্রমগুলো পালিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.লিমন হোসেন,উপজেলা প্রকৌশলী মো.রেজাউল করিম,পৌরসভা প্রকৌশলী মো. রাকিব হোসেন, এবং ছাত্র-ছাত্রী ও অনন্য ব্যক্তিবর্গ।

জাতীয় স্যানিটেশন মাস বিশ্ব হাত ধোয়া দিবসের সাথে অক্টোবর মাসকে “জাতীয় স্যানিটেশন মাস” হিসেবে উদযাপন করা হয়, যাতে জনসচেতনতা বৃদ্ধি পায়। রোগ প্রতিরোধ,সাবান দিয়ে হাত ধোয়া করোনা, ডায়রিয়া, জ্বর ইত্যাদি রোগের প্রতিরোধে সাহায্য করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.