মৌলভীবাজারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আগামী নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস দলের নেতাকর্মীরা ।
সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টার দিকে শহরে পৃথক পৃথক স্থান থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করে জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা ও খেলাফত মজলিস সহ চারটি ইসলামী দলের নেতারা।
শহরের চৌমুহনা এলাকার দেওয়ানী জামে মসজিদের সামনে থেকে জামায়াতে ইসলামী শতশত নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও সেক্রেটারী ইয়ামীর আলী’র নেতৃত্বে শুরু হওয়া মিছিলটি সাইফুর রহমান সড়ক হয়ে কুসুমবাগ এলাকার এস আর প্লাজার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
একই সময়ে খেলাফত মজলিস জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন সহ আরও একদফা বাড়িয়ে ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে চৌমুহনা চত্বর থেকে। মিছিলটি আদালত সড়ক হয়ে প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আহমদ বিলাল বলেন, দীর্ঘ ১৫ বছর আন্দোলন-সংগ্রাম, গুম-খুন, হত্যার পরে আজকে এখানে দাঁড়ানোর কথা নয়। বাংলার মানুষ জুলুম নির্যাতন ও তাঁর অধিকারের জন্য রাজপথে নামার কথা নয়। আজকে আমাদের দাবি বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। নতুবা আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। এছাড়াও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কালোটাকার ছড়াছড়ি রোধ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি নির্বাচনের দাবি জানান তিনি।
এছাড়া ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা শহরের পশ্চিমবাজার এলাকা থেকে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
মিছিলে নেতাকর্মীদের জুলাই সদন বাস্তবায়নে অবিলম্বে আদেশ জারি সহ দাবি আদায়ের পক্ষে নানা শ্লোগান দিতে দেখা যায়।
এদিকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরে একই সময়ে চারটি ইসলামী দলের কর্মসূচি ঘিরে শহরের চৌমুহনা, সাইফুর রহমান সড়ক ও কুসুমবাগ এলাকায় বেশ যানজট সৃষ্টি হয়।