চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির আহবায়ক এম জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি এস.এম.ফরিদুল ইসলাম বাহাদুর।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এম মোক্তার আহম্মদ, হাজী নাসির উদ্দিন আহমেদ, মঈনুল ইসলাম খান সায়েক ও মোঃ ফুরকান উদ্দিন খান মানিক, যুগ্ম মহাসচিব মোঃ সিদ্দিকুর রহমান লিটু ও আশিকুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসাইন, প্রচার সম্পাদক সানাউল্লাহ সানি, দপ্তর সম্পাদক মোঃ কামরুল হাসান (বাবু)সহ চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ ও এম এ মালেক এবং সাবেক সভাপতি আলহাজ্ব নুর উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
সভায় সকলের উপস্থিতিতে শামসুল করিম লিটন (বোয়ালখালী) সভাপতি ও মো. আকবর আলী ( চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে) সাধারণ সম্পাদক এবং মো.সেলিম উদ্দিন ( চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে) সাংগঠনিক সম্পাদক করে ৪৫ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।