× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকগঞ্জে এনসিপির সভায় বাগবিতণ্ডা

মানিকগঞ্জ প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৫, ২০:৫২ পিএম

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয় সভায় তীব্র বাগবিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে সভাস্থল। উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে এ সংঘর্ষমুখর পরিস্থিতি সৃষ্টি হয়। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এনসিপির এই সমন্বয় সভা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সভার মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ ও জামায়াতের কয়েকজন নেতার উপস্থিতি নিয়ে আপত্তি তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ওমর ফারুক।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,“এখানে এনসিপির প্রোগ্রাম, ছাত্রলীগের দালাল কেন মঞ্চে? জামায়াতের লোক কেন?” এ সময় সারজিস আলম চেয়ার থেকে উঠে বলেন,“আপনার কথা পরে শুনব, সভা শেষে বলেন।” জবাবে ওমর ফারুক জানান,“আমরা এখানকার স্টেকহোল্ডার। আপনারা জামায়াতের লোকজন নিয়ে আসছেন কেন?”

এর জবাবে সারজিস আলম পাল্টা মন্তব্য করেন,“জামায়াতের কেউ কি এনসিপি করতে পারবে না? মনে হচ্ছে, সমস্যা আপনি।” একপর্যায়ে সভাস্থলে চরম উত্তেজনা দেখা দেয়।সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করলে সারজিস আলম হঠাৎ নির্দেশ দেন,“সব ক্যামেরা বন্ধ করুন!” কিন্তু তার সেই নির্দেশের পরও ঘটনাটি কয়েকজনের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.