× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তানোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

তানোর (রাজশাহী) প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৫, ২০:৫৮ পিএম

রাজশাহীর তানোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।নিহত গৃহবধূর নাম জান্নাতুন বেগম(৩৫) তিনি উপজেলার কামারগাঁ ইউপির ধানুরা গ্রামের জাহাঙ্গীর আলমের দ্বিতীয় স্ত্রী।

জানা গেছে,গত প্রায় ৪ মাস আগে ধানুরা গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে একই গ্রামের মৃত খলিল শাহ্’র কন্যা জান্নাতুন বেগমের বিবাহ হয়।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, গতকাল সোমবার (২৭ অক্টোবর) দুপুরে তার শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে তানোর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্ত্ত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় (ইউডি) মামলা ও ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেক) প্রেরণ করেন।

এবিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(টিএইচও) বার্নাবাস হাসদাক বলেন,হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে এবং নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিল। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি)আফজাল হোসেন জানান, ইউডি মামলা হয়েছে,

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত  অপেক্ষা করতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.