ছবি: সংবাদ সারাবেলা
সারাদেশে জেলায় জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন দলের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীর হাতে ব্যানার ফেস্টুন শোভা পায়। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টার দিকে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে জেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ,যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি,মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সদর হাতাপাতালে জেলা যুবদলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যহত রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীর হাতে ব্যানার ফেস্টুন শোভা পায়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভাপতি মোছা. রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম লিলি কায়কোবাদ, জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ উপজেলা, ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা। এ সময়বক্তারা, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াওআগামী সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় প্রতিক ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান বক্তারা।
নীলফামারী প্রতিনিধি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সোমবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ আয়োজন করে নীলফামারী জেলা যুবদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। নেতৃবৃন্দ বলেন, যুবদল হলো বিএনপির প্রাণশক্তি। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই সংগঠনকে সামনের সারিতে থাকতে হবে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে মিলিত হয়।
পরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি এ্যর্টনি জেনালের জহিরুল হক সুমন, যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু।
বক্তারা বলেন, সারা বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গন জোয়ার ধরে রাখতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে বৃক্ষরোপণ, বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ,মাদ্রাসায় শিক্ষার্থীদের খাদ্য বিতরণসহ বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপির যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার পাবনা-৪ (ঈশ্বরদী -আটঘরিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় সকাল ৮ টায় রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে যুবদল ও বিএনপি সহযোগি সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
