× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৯১০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম । আপডেটঃ ২৮ অক্টোবর ২০২৫, ১২:১২ পিএম

মানবতার সেবায় নিবেদিত লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি ও লায়ন্স ক্লাব অব সীতাকুণ্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রি চক্ষু ও হেলথ ক্যাম্পে ৯১০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (২৭ অক্টোবর) সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে আয়োজিত দিনব্যাপী এ ক্যাম্পে ৩০০ জন রোগীকে চক্ষু চিকিৎসা, ৩১০ জনের ব্লাড গ্রুপ নির্ণয়, ১৬০ জনের ডায়াবেটিস টেস্ট এবং ১৪০ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা প্রদান করা হয়। এছাড়া ৩০ জন রোগীকে ছানি ও লেন্স অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ, অভিভাবকদের মাঝে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, টাইফয়েড, জলাতঙ্ক ও মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্প শেষে অংশগ্রহণকারীদের মধ্যে রেডি ফুড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. শরীফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি লায়ন রিদোয়ানুল করিম রঞ্জু। প্রধান অতিথি ছিলেন লায়ন জেলার গভর্নর অ্যাডভাইজার লায়ন আলহাজ নুরুল আফছার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল চেয়ারপার্সন (হেড কোয়ার্টার এক্টিভিটিজ) লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, লায়ন কাজী আলী আকবর জাসেদ, লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, লায়ন নুর মোহাম্মদ মানিক, লায়ন মোহাম্মদ আনোয়ার হোসেন, লায়ন মোহাম্মদ নুরুল ইসলাম শাহাবউদ্দিন, লায়ন মো. কামাল উদ্দিন ভূঁইয়া, লায়ন মফিজুর রহমান সাজ্জাদ ও লায়ন নাজিমুজ্জামান রাশেদ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন লায়ন মো. ফজলুল হক, লায়ন কাজী তারেক মইনুদ্দিন, লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের মার্কেটিং অফিসার আলমগীর হোসেন তাহসিন ও ফাহিম, ডা. নাছির উদ্দিন, আক্তার হোসেন এলিট, ওমর ফারুক, এস. কে. টিপু, মোশারফ হোসেন, আরিফ, সাকিব এবং মীরেরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মহিব উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, এ ফ্রি হেলথ ক্যাম্পে সহযোগিতা করেছে ব্লাড ব্যাংক ০২০৪, সীতাকুণ্ড মডার্ন হাসপাতাল এবং ইসলামী সমাজকল্যাণ পরিষদ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.