বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার কাজুবাদাম খাতের উন্নয়নে নারী ও পুরুষ কৃষক সমবায় ও উদ্যোক্তাদের নিয়ে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রুমা উপজেলার সদর ইউনিয়নের আমতলি পাড়ার ও চান্দা পাড়ায় কাজুবাদাম বাগান প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নারী ও পুরুষ কৃষক, সমবায় নেতৃবৃন্দ ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা আধুনিক ও টেকসই কাজুবাদাম চাষ পদ্ধতি এবং বাজার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছেন।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন তহজিংডং প্রকল্প কর্মকর্তা সিং সে মং মারমা তিনি জানান এ সময় তিনি অংশগ্রহণকারীদের কাজুবাদাম চাষ, উদ্যোক্তা উন্নয়ন, সংগঠন পরিচালনা, দর কষাকষি, ব্যবসায় পরিকল্পনা প্রণয়নসহ কৃষি-উৎপাদন ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করানো হয়েছে এবং কৃষকের চাহিদা পূরণের লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছেন তহজিংডং এনজিও প্রকল্প বলে জানিয়েছেন।