কিশোরগঞ্জের কটিয়াদীতে আচমকা বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় পথচারী, বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার ( ২৮ অক্টোবর) দুপুরে কটিয়াদী বাজারের সরকারি ডাকবাংলোর সামনে রাস্তায় এই ঘটনা ঘটেছে।
এসময় ট্রাকের ধাক্কায় রাস্তায় থাকা একটি মাইক্রোবাস ও বেশকিছু অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহতদের মধ্যে দুজন হলেন, খোকন মিয়া (৪৯) শরিফুল ইসলাম ( ২৬)। তাদের বাড়ি পাশ্ববর্তী নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রামে। আহতরা চিকিৎসা নিচ্ছেন।
এসময় উত্তেজিত জনতার মারধরে অভিযুক্ত ট্রাকের চালক ও তার সহকারী গুরুতর আহত হয়। পরে পুলিশ এসে উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে আনলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বাজিতপুর ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক ট্রাকের চালক ও সহকারীর নাম পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, রাস্তায় জ্যাম থাকায় গাড়িগুলো আটকে ছিলো। এসময় আকস্মিক একটি ট্রাক পিছন দিক থেকে বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয়। এসময় সামনে থাকা মাইক্রোবাস ও কয়েকটি অটোরিকশায় ধাক্কা লাগে। এতে কয়েকজন চালক, পথচারী, যাত্রী আহত হয়েছে। এর আগে পাশ্ববর্তী মনোহরদী উপজেলার চরমান্দালিয়া মতির বাজার সংলগ্ন এলাকায় একি ট্রাকের ধাক্কায় কয়েকজন আহত হন।
পরে কিছু লোকজন পিছনে ধাওয়া করলে ট্রাকটি বেপরোয়া গতিতে চলতে শুরু করে। এর মধ্যে আরো কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে এসে কটিয়াদীতে একই ঘটনা ঘটায়। পরে চালক ও সহকারীকে ধরে উত্তেজিত জনতা মারধর শুরু করে। অভিযুক্ত ট্রাকের চালক ও তার সহকারী গুরুতর আহত হয় তখন।
কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় কয়েকজন আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত চালক ও সহকারী চিকিৎসা নিচ্ছে। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।