× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেমিটেন্স গ্রাহকদের উৎকৃষ্ট সেবা দেওয়ায় কর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক

২৯ অক্টোবর ২০২৫, ০৯:১১ এএম

প্রবাসী পরিবারকে ব্যাংকিং সেবা প্রদানে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী কর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রাখায় তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।

ব্যাংকটির মোট ৪৫ জন কর্মীকে এই সম্মাননা জানানো হয়, যেখানে ছিলেন ব্রাঞ্চ কর্মী, এজেন্ট ব্যাংকিং টিম, সেলস টিম এবং এজেন্ট ব্যাংকিং পার্টনাররা। ‘প্রবাসী পরিবার’ ও ‘তারা প্রবাসী পরিবার’ অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইনের পারফর্মেন্সের ভিত্তিতে তাঁদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়।
ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের লক্ষ্য হলো, প্রবাসীদের রেমিটেন্স প্রেরণে নিরাপদ ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করা। পাশাপাশি রেমিটেন্স সুবিধাভোগী পরিবারকে সঞ্চয় ও দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও এই উদ্যোগের উদ্দেশ্য।

২৬ অক্টোবর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান পুরস্কারপ্রাপ্ত সহকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা দেশের প্রবাসী আয় বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সহকর্মীরা বৈধ চ্যানেলে প্রবাসী আয় নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্মাননাপ্রাপ্ত এই সহকর্মীরা আমাদের এই প্রচেষ্টার প্রতিফলন।”

ব্র্যাক ব্যাংকের এমন আয়োজনের মাধ্যমে সেসব কর্মীদের অনুপ্রাণিত করা হয়, যারা গ্রাহকদের কাছে মানসম্পন্ন ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। ‘প্রবাসী পরিবার’ ও ‘তারা প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় সুবিধা। এই অ্যাকাউন্টগুলোতে রয়েছে ফ্রি লাইফ ইনস্যুরেন্স সুবিধা ও আকর্ষণীয় ইন্টারেস্ট। নারী গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে ফ্রি স্বাস্থ্য ও মাতৃত্বকালীন ইনস্যুরেন্স সুবিধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই অ্যান্ড কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ; হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, রেমিটেন্স সুবিধাভোগী পরিবারের সদস্যদের নিরাপদ ও আকর্ষণীয় ব্যাংকিং সেবা দিতে ব্র্যাক ব্যাংক ‘প্রবাসী পরিবার’ এবং ‘তারা প্রবাসী পরিবার’ (নারীদের জন্য) অ্যাকাউন্ট সেবা চালু করেছিল। ক্যাম্পেইন চলাকালীন যেসব গ্রাহক এই অ্যাকাউন্ট খুলে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স নিয়েছিলেন, তাঁরা ব্যাংকের পক্ষ থেকে পেয়েছেন আকর্ষণীয় উপহারও।

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল অনবোর্ডিং প্ল্যাটফর্ম (ই-কেওয়াইসি)-এর মাধ্যমে এখন গ্রাহকরা দেশের যেকোনো প্রান্ত থেকে খুব সহজে এই অ্যাকাউন্ট খুলতে পারছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.