× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো.ফয়সাল হোসেন, শ্রীনগর

২৯ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম

আলিফ হত্যা, গাজীপুরের আশামনি ধর্ষন, টঙ্গীবাড়ী মসজিদের খতীবকে গুম করে হত্যাচেষ্টা, বুয়েটের আত্মস্বীকৃত ধর্ষক, শ্রীশান্ত রায়সহ ইসকনের সকল খুনি ও ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯শে অক্টোবর এত্তেফাকুল উলামা শ্রীনগর এর আয়োজনে ছনবাড়ি ব্রিজের নিচে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিক্ষোভ মিছিল করে তা চকবাজার ও শ্রীনগর থানা হয়ে উপজেলায় গিয়ে শেষ হয়। 

এসময়  মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এত্তেফাকুল উলামায়ের উপদেষ্টা মাওলানা ইউনুস কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি আশ্রাফ আলী কাসেমী, ইসলামী আন্দোলন শ্রীনগর উপজেলার সভাপতি  মাকসুদুর রহমান খান।

আরও উপস্থিত ছিলেন, ফয়জুল্লাহ ওসমানী, মুফতি ইসহাক সাহেব, মুফতি দ্বীন মোহাম্মদ, মুফতি আব্দুর রহমান, জাকির হোসাইন, মুফতি আবুল কালাম, মুফতি কামরুজ্জামান,  মুফতি রফিকুল ইসলাম, মুফতি আমিন উল্লাহ, মাওলানা লুৎফর রহমান, মুফতি সাইফুর রহমান প্রমুখ। 

এত্তেফাকুল উলামা শ্রীনগর উপজেলার সহ-সভাপতি শাহাদাত হোসাইন লস্করপুরী বলেন, আমেরিকার প্রতিষ্ঠিত একটি সংগঠন ইসকন যা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে চলেছে। এই ইসকন শুধু মুসলমানদের শত্রু নয় এই ইসকন সাধারণ হিন্দুদেরও শত্রু। বর্তমান সরকারের কাছে আবেদন এই সন্ত্রাসী ইসকনকে অতি দ্রুত নিষিদ্ধ করা হোক। 

এত্তেফাকুল উলামা শ্রীনগর উপজেলার সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ ইসহাকী বলেন, ইসকনের সাথে সাধারণ হিন্দুদের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ ইসকন একটি সন্ত্রাসী সংগঠন যা সাধারণ হিন্দুরাও এই সন্ত্রাসী সংগঠন কে ঘৃণা করে। এই ইসকনের মূল লক্ষ্য হলো দেশে হাঙ্গামা সৃষ্টি করা, দেশে অরাজকতা সৃষ্টি করা, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা। এই ইসকনকে নিষিদ্ধ করতেই হবে তা না হলে সারা বাংলাদেশে কঠিন কর্মসূচি শুরু হবে। 

সভাপতি আশ্রাফ আলী কাসেমী তার বক্তব্যে বলেন, ইসলাম শান্তি প্রিয় ধর্ম ইসলাম অন্যান্য ধর্মতাবলম্বীদের উপর নির্যাতন করা শেখায় না। কিন্তু যদি কোনো সন্ত্রাসী সংগঠন ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের আমরা ছেড়ে কথা বলবো না। তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আমরা রুখে দাঁড়াবো। শেষ রক্তবিন্দু পর্যন্ত ইসলামের জন্য লড়াই করে যাব। আর বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করবোই করবো ইন’শাআল্লাহ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.