× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকবাসীর মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৫, ১৩:৫০ পিএম

হোটেল ব্যবসায়ী দিদারুল করিমের বিরুদ্ধে দীর্ঘ ৪৫ বছর চলাচলের রাস্তায় বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বান্দরবানে মানববন্ধন করেছে ভুক্তভোগী শতাধিক পরিবার। আজ বুধবার সকালে পশ্চিম বালাঘাটায় স্বর্ণমন্দির সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় চলাচলের বাধা প্রদানকারী দিদারুল করিম বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সেখানকার শতাধিক বাসিন্দারা।

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, এই রাস্তাটি নির্মাণ করার জন্য বেশ কয়েকবার টেন্ডার হয়েছে। কিন্তু অদৃশ্য কারণে আমাদের রাস্তাটি না হয়ে অন্য জায়গায় রাস্তা নির্মাণ হয়েছে। সর্বশেষ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৭৪ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম বালাঘাটা ১নম্ব^র ওয়ার্ডের চন্দ্রঘোনা সড়ক হতে হাজী নুরুল আলম হয়ে অংসিংপ্রু রেসিডেন্সিয়াল এলাকায় রাস্তাটি নির্মাণ করার জন্য টেন্ডার হয়। পরবর্তীতে ঠিকাদারের প্রতিনিধিরা রাস্তাটি নির্মাণ করতে আসলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও ইটভার মালিক মাকসুদুল আলম কোম্পানী ও তার ভাতিজা দিদারুল করিম রাস্তা কাজ বন্ধ করে দেয় এবং ঠিকাদারের প্রতিনিধিদের মারধরের হুমকিসহ চাঁদা দাবি করে। এছাড়াও বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে আসছে এই প্রভাবশালী ব্যক্তিরা।

বক্তারা আরও বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে এই সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে এলাকার শতাধিক মানুষ। কিন্তু ক্ষমতার দাপটে এলাকাবাসীকে হুমকি ও হয়রানি করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। শুধু তাই নয় প্রভাব খাটিয়ে নতুন নির্মিত সড়ক প্রকল্পও বারবার বাতিল করেছে। ফলে সড়কে চলাচল বন্ধ করে দেওয়ায় এলাকাবাসীর মাঝে সমস্যার সম্মুখীন হতে  হচ্ছে। তাদের এমন কাজের আমরা তীব্র প্রতিবাদ জানাই। যদি ভবিষ্যতে রাস্তা নির্মাণ কাজে বাঁধা করে তাহলে এলাকার সাধারণ জনগন তা কঠোর হাতে দমন করবে বলে হুশিয়ারী দেন বক্তারা। 

এসময় মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সুনীল দে, মো. আজম, বাবু দে, বাসু দে’সহ এলাকার শতাধিক নারী-পুরুষ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.