নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সুপেয় পানি নিশ্চিতকরণ ও আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ উদ্যোগের ফলে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন, পৌর সভার মানুষ নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত টয়লেট ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা পাচ্ছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ইউনিয়ন ভিওিক সাবমার্সিবল পাম্প স্থাপন, বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভায় ইগডঝঝচ প্রকল্পের আওতায় সুপেয় পানি সরবরাহের ব্যাবস্থা, পৌরসভার মেইন ড্রেইন নির্মান,বর্জ ব্যাবস্থাপনার জন্য ঋঝঞচ স্থাপন ও গরীর অসহায় মানুষের জন্য হাউজ হোল্ড টয়লেট স্থাপনের মাধমে জনগণকে স্যানিটেশন কভারেজের আওতায় আনা হয়েছে। নিরাপদ পানির উৎস সুরক্ষা বৃদ্ধি, কমিউনিটি ভিত্তিক পানির সংরক্ষণ ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে একাধিক প্রকল্প চলমান রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানিবাহিত রোগ প্রতিরোধে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়া সরকারের সবার জন্য নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম-শহর উভয় এলাকায় সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় পরিষদ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মীরা মাঠপর্যায়ে মানুষের মাঝে হাত ধোয়া, বর্জ্য ব্যবস্থাপনা ও বিশুদ্ধ পানি ব্যবহারের বিষয়ে পরামর্শ দিচ্ছেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার সৈকত হোসেন জানান, “বড়াইগ্রাম উপজেলায় সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছি। সরকারি পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারকে নিরাপদ পানির আওতায় আনা এবং শতভাগ স্যানিটেশন কাভারেজ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
পৌরসভার মেইন ড্রেইন নির্মান,বর্জ ব্যাবস্থাপনার জন্য ঋঝঞচ স্থাপন। স্থানীয়বাসী জানান, এ ধরনের উদ্যোগের ফলে পূর্বের তুলনায় পানিবাহিত রোগ, বিশেষ করে ডায়রিয়া ও জন্ডিসের প্রকোপ কমেছে এবং স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে।