× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউপি সদস্যকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৫, ১৪:০৮ পিএম

ঢাকার দোহার উপজেলায় অপহরণ ও মব সৃষ্টি করে ইউপি সদস্য হুমায়ুন কবিরকে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজারে পাচঁশতাধিক নারী পুরুষ লাইনে দাড়িয়ে এ মানববন্ধন করে।

মানববন্ধনে ওই ইউপি সদস্যের স্বজনরা বলেন, কোনো মামলা বা অভিযোগ ছাড়াই নয়াবাড়ী ইউনিয়নের শাওন এবং ওয়াসিম মোল্লাসহ কয়েকজন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন মোল্লা মেম্বারকে গত বৃহষ্পতিবার তুলে নিয়ে ঘরে আটকে নির্যাতন করে । পরে তারা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়।

ইউপি সদস্যের স্ত্রী রেখা আক্তার বলেন, তার স্বামী কোনো অপরাধ করলে  পুলিশ তাকে ধরে নিবে। কিন্তু সন্ত্রাসী শাওন কিভাবে তাকে ধরে নিয়ে পুলিশে দেয়। সে আমার স্বামীকে দেখা করতে বলেছে। দেখা না করাই কি তার অপরাধ। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্বামীর মুক্তি দাবি করেন।

ইউপি সদস্যকে তুলে নেওয়ার বিষয়ে মো. শাওন বলেন, তাকে বাংলাবাজার থেকে মোটরসাইকেল করে আনা হয়েছিল। কেউ অপহরণ করেনি। পরে পুলিশকে খবর দিলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। হুমায়ুন মোল্লা শাওনের বাবা বিএনপি নেতা হারুন মাস্টার হত্যার ঘটনায় জড়িত বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসান আলী বলেন, হুমায়ুন কবিরকে উদ্ধার করে বিএনপি নেতা হারুন মাস্টার হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.