কক্সবাজার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে রুদ্ধশ্বাস চিরুনি অভিযান পরিচালনা করে মানবপাচারের শিকার ২৪ জন রোহিঙ্গা ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৫।
উদ্ধারদের মধ্যে রয়েছেন ৪ পুরুষ, ১০ নারী ও ১০ জন শিশু। ২৯ অক্টোবর (বুধবার) বিকালে র্যাব-১৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কক্সবাজার উপকূলে সাগরপথে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র। এ প্রেক্ষিতে র্যাব মানবপাচার প্রতিরোধে ধারাবাহিক অভিযান জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র্যাব-১৫ এর যৌথ দল অধিনায়কের সার্বিক তত্ত্বাবধানে উত্তর শীলখালী পাহাড়ে অভিযান পরিচালনা করে। প্রায় তিন ঘণ্টাব্যাপী রুদ্ধশ্বাস অভিযানে পাহাড়ের গভীর থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটক রাখা ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে মানবপাচারকারী দালালচক্রের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানানো হয়েছে। উদ্ধার হওয়া ভিকটিমদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ৩-৪ দিন আগে কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল দালাল তাদের মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে পাহাড়ের চূড়ায় রোকসানার ঘরে আটক করে রাখে। সেখানে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক বন্দি করে রাখা হয়েছিল।
ভিকটিমদের জিজ্ঞাসাবাদে পাচারকারী চক্রের ৫ জন সদস্যের পরিচয় শনাক্ত করা গেছে বলে র্যাব জানায়। এছাড়া ঘটনাটিতে জড়িত আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৮/১০ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।