× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তাই ২৩ শিক্ষা প্রতিষ্ঠানের প্রিজাইটিং!

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৫, ১৮:৩৮ পিএম

ছবি: সংগৃহীত।

দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের বিষয়টি এখন বেশ আলোচিত। এরমধ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আলোচনায় সবার শীর্ষে ১ জন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাই উপজেলার ২৩ শিক্ষা প্রতিষ্ঠানে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব বাগিয়ে নেয়ার বিষয়টি। এমনকি আইনকে পাশ কাটিয়ে তিনি উপজেলার ১৩ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির আহবাকের দায়িত্বেও রয়েছেন।

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির নির্বাচনে প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রিজাইটিং হওয়ার শর্ত থাকলেও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম এ উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্বে থেকে কৌসলে ২৩ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিজাইটিং এর ক্ষমতা নিয়ে নেয়ার বিষয়ে পুরো উপজেলায় এখন সমালোচনার ঝড় বইছে। তিনি ১৮টি উচ্চ বিদ্যালয় ও ৫ টি স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে আছেন।

উপজেলার কয়েকটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নাম প্রকাশ না করা শর্তে তারা ক্ষোভ করে বলেন, এ উপজেলায় প্রথম শ্রেণীর ২০ এর অধিক কর্মকর্তা থাকা সত্বেও অর্থলোভী ও কৌশলবাজ একজন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলার ৪২ টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনা করার ক্ষমতার প্রিজাইটিং অফিসারের দায়িত্ব নেয়ার বিষয়টি সাধারণ মানুষের চোখে আশ্চর্যের হলেও এ অফিসার মূলত এরকমই বলে জানান স্থানীয় বেশরক’জন প্রধান শিক্ষক।

তারা জানান, বিগত ১৫ বছর তিনি তৎকালীন রাজনৈতিক প্রভাবশালীদের সাথে ভাগবাটোয়ারা ও বিশেষ সখ্যতার বদৌলতে এ উপজেলায় কর্মরত ছিলেন এটা আশ্চর্যের, তখন বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির  নির্বাচন উনি একাই করতেন এটাও আশ্চর্যের, স্কুল নির্বাচনে মাঠের অবস্থা ভালো এমন অন্তত দুই প্রার্থীর সাথে কন্ট্রাক্ট করে তাদেরকে হুবহু ব্যালট-ছিল ছাপিয়ে দিয়ে বিশ্বস্ত ভোটারদের মাধ্যমে বাক্সে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পাশের ব্যবস্থা করেদিতেন এটাও আশ্চর্যের।

স্কুল পরিচালনা কমিটির নির্বাচন ও তার দাপ্তরিক কাজে অসংখ্য আশ্চর্যের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে আশ্চর্যের হলেও এ উপজেলার প্রধান শিক্ষকরা মোটেও আশ্চর্য নন। কারণ, তিনি অসম্ভব ক্ষমতাধর আর তিনি যে কোন অসম্ভবকে সম্ভব করতে পারেন সেটা এখানকার প্রধান শিক্ষকরা খুব ভালো করেই জানেন। তাছাড়া, ওনার মতের বাইরে গেলে পরিনতি কি হতে পারে সেটাও প্রধান শিক্ষকদের অজানা নয়।

ভুক্তভোগী প্রধান শিক্ষকরা অরো অভিযোগ করে বলেন, এই সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল স্যার বিগত ১৫ বছর এ উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নির্বাচনে উনিই থাকতেন প্রিজাইডিং অফিসার। প্রিজাইটিং অফিসারের সম্মানীর নাম করে এবং বিভিন্ন অজুহাতে তিনি প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০ থেকে ৪০ হাজারেরও অধিক টাকা হাতিয়ে নিতেন।

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইটিং অফিসার আশরাফুল আলমের বিরুদ্ধে বেশ ক’টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিগত সময়ের স্কুল পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে তার ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়ে প্রার্থীর কাছে বিক্রি সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও উপজেলা বা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করতে সাহস পাননি। কেননা, উনার হাত নাকি অনেক লম্বা।

এ বিষয়ে কথা হলে উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, মতলবের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে নিজের পকেট ভারী করতে এই আশরাফুল সাহেবের কোন বিকল্প নেই। উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমার স্কুল থেকে অর্থলোপাটের পাঁয় তারার কারণে আমি ওনাকে এই উপজেল থেকে অন্যত্র বললি করালেও তদবির জোরে খুব দ্রুতই তিনি আবার এ উপজেলায় ফিরে আসেন। এ উপজেলা যেনো ওনার টাকা বানানোর ফ্যাক্টরি।

কথা হলেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও ২৩ শিক্ষা প্রতিষ্ঠানের প্রিজাইটিং অফিসার আশরাফুল আলম বলেন,  আমি প্রিজাইটিং অফিসার হইতে পারি কি পারি না এবং আমি কোন গ্রেডের অফিসার  কেউ না জানলে আইসা জাইনা যাক। আর এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রিজাইটিং এর দায়িত্ব তো আমি নেই নাই, কর্তৃপক্ষ আমাকে দিয়েছে। 

এ বিষয়ে কথা হলে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুসুম মনি জানান, প্রথমদিকে তাকে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির প্রিজাইটিং এর দায়িত্ব দেয়া হয়েছে গিয়েছিল কিন্তু পরে আর দেয়া হয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.