বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের  চরকাশিম ও চরকাশিম মুরাদমিয়ার বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপি‘র যুগ্মসম্পাদক চাঁদপুর- ২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদার নির্দেশে  এখলাছপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি‘র নেতা হালিম বেপারীর  আয়োজনে  বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গণসংযোগ করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷
ধানের শীষ মানে মানুষের অধিকার আর সেই অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম উল্লেখ করে এসময়  মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বলেন, তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা। এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। যেন মানুষ বুঝতে পারে, পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন হবে জনগণের হাতেই।
এই যাত্রা কেবল নির্বাচনের নয়, এটি জাতিকে পুনর্গঠনের যাত্রা জানিয়ে , তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকরা নিরাপদ থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বিচার হবে নিরপেক্ষ, গণতন্ত্র থাকবে জনগণের হাতে, আর রাষ্ট্র হবে জবাবদিহিমূলক। 
তিনি আরো বলেন, আমরা মাঠে আছি মানুষের অধিকার ফেরানোর লড়াইয়ে। জনগণের সঙ্গে হাত মিলিয়ে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়ে উঠবে । সেই বাংলাদেশর নেতৃত্ব  দিবেন এদেশের  আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমান।
এসময় উপস্থিত ছিলেন, এখলাছপুর ইউনিয়ন বিএনপি‘র  যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মোল্লা,সাবেক সহসভাপতি নুরু হাওলাদার, বিএনপি নেতা শাহআলম সরকার, জলিল বেপারী,তাতী দলের সভাপতি মো: ফারুক খান, সহসভাপতি নুরমিয়া হাওলাদার, আরাফাত রহমান কোকো ক্রিয়া সংস্থার মতলব উত্তর উপজেলার যুগ্ম আহবায়ক নুর হোসেন বকাউল,
উপজেলা শ্রমিক দলের সহসভাপতি নান্নু দেওয়ান, ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মোল্লা,ইউনিয়ন কৃষকদলের সভাপতি রহমান বকাউল, সহসভাপতি আনোয়ার বকাউল, যুবদল নেতা আলামিন  দেওয়ান,আলাউদ্দিন,ছাত্র-নেতা  রবিন হাওলাদার,সাজ্জাদ মোল্লা,রনি বকাউলসহ ইউনিয়ন বিএনপি,যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।