নাটোরের সিংড়ায় কলম ইউনিয়ন পার সাঐল কমিউনিটি ক্লিনিকে খান ফাউন্ডেশন উদ্যোগে ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের বাস্তবায়নে ও নাগরিক ফোরামের সহযোগিতায় স্থানীয় সেবা খাতে নাগরিক খাতের প্রাপ্ত তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার কলম ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এসময় জুলহাস কায়েমের সঞ্চালনায় কলম ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশিদের সভায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন কামাল উদ্দিন ভূঁইয়া। 
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন আলো নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা,কলম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাহার আলী,কমিউনিটি ক্লিনিকের দাতা সদস্য ও নাগরিক ফোরামের সভাপতি, আলমগীর হোসেন,খান ফাউন্ডেশন এর জেলা প্রকল্প কর্মকর্তা শাহিনা লাইজু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।