“বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাবিং এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলায় আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্যেদিয়ে গ্রান্ড-ইয়েল, প্রার্থনা সংগীত ও জাতীয় পতাকা ও স্কাউট পতাকা ক্যাম্পুরী পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ক্যাম্পুরীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় পৌর শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে,  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের আয়োজনে ৫ম সিরাজগঞ্জ সদর উপজেলা কাব ক্যাম্পুরীর ৫ দিনব্যাপী ক্যাম্পুরীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি মনোয়ার হোসেন। 
অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন  বলেন, কাব স্কাউটিং শিশুদের ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ, দলবদ্ধ কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা তৈরি করে। 
অনুষ্ঠানের সভাপতি বলেন, মেধা ভিত্তিক দেশ গড়তে স্কাউটস এর প্রয়োজন রয়েছে। ছ্রোট শিশুরা দেশের উন্নয়নের প্রগতি। এখন থেকে কমল হাতকে শুক্ত হাতে রূপান্তরিত করতে হবে। সকল শিক্ষায় শিক্ষিত হতে হবে। স্কাউটস সার্বিক শিক্ষায় অবদান রাখছে। পরিশেষে তিনি ছোট শিশু শিক্ষার্থীদের ৫দিনের ক্যাম্পে অংশ গ্রহনের সাহসের প্রশংসা করেন। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা কমিশনার রেজাউল করিম।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউটদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি  মনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা সম্পাদক আব্দুল কাদের ইমন।