-6902334b1849b.jpg) 
												ছবি: সংগৃহীত
. কুড়িগ্রাম-১
কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারি উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের কুড়িগ্রাম ১ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম ১ আসনে ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণার মাধ্যমে ভোটের মাঠে জোয়ার তুলেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটি’ ২০২৫ এর যুগ্ম মহাসচিব কুড়িগ্রামের কৃতি সন্তান ডা. মো. ইউনুস আলী।
তিনি টিএমএসএস মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক, একজন চিকিৎসক, কার্ডিওলজিস্ট, সমাজসেবক, শিক্ষানুরাগী , বিশিষ্ট ক্রীড়া নুরাগী , দক্ষ সংগঠক এবং সর্বোপরি এক সংগ্রামী রাজনীতিবিদ। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ও আদর্শনিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। তাঁর রাজনৈতিক যাত্রার সূচনা হয়েছিল কুড়িগ্রামের ঐতিহ্যবাহী নাগেশ্বরী ডিগ্রি কলেজে,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক প্রাণবন্ত খুলি বৈঠক রূপ নেয় এক উৎসবমুখর জনসমাবেশে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় রাজনৈতিক মিলনমেলায়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট কার্ডিওলজিস্ট, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. মো. ইউনুস আলী। বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির প্রবীণ রাজনীতিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফি, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও সদস্য ইব্রাহিম আলীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তব্যে প্রধান অতিথি ডা. ইউনুস আলী বলেন, “তৃণমূলের ঐক্যই আগামী পরিবর্তনের মূল চাবিকাঠি”। দেশ আজ চরম রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা বিএনপির নেতা–কর্মীরা ঐক্যবদ্ধভাবে মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম করছি। তৃণমূলের ঐক্যই আগামী পরিবর্তনের মূল চাবিকাঠি।”
তিনি আরও বলেন, “চরাঞ্চল ও গ্রামীণ জনপদের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিএনপি কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
আলহাজ্ব শফিউল আলম শফি বলেন, “গণতন্ত্রের পুনরুত্থান তৃণমূলের ঐক্যের ওপর নির্ভর করছে। ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করাই এখন প্রধান দায়িত্ব।”
উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান বলেন,“দলকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়নে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের বিশ্বাস অর্জনই বিএনপির সবচেয়ে বড় সাফল্য।”
যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বলেন, “আমরা যদি জনগণের পাশে থাকি, জনগণও আমাদের পাশে থাকবে। আগামী নির্বাচনে জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দেবে।”
বৈঠকে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুড়িগ্রাম ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মো. ইউনুস আলী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অধীনে মোট ৮টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এক অকৃত্রিম সৈনিক। তাঁর ব্যক্তিত্বে যেমন রয়েছে সরলতা ও নম্রতা, তেমনি দায়িত্ববোধ, প্রতিশ্রুতি রক্ষার দৃঢ়তা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা। কুড়িগ্রাম-১ আসনের মাটি ও মানুষের জন্য তাঁর আছে এক সুস্পষ্ট মিশন ও ভিশন নদীভাঙা মানুষের পুনর্বাসন, দারিদ্র বিমোচন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা— এই স্বপ্নই তাঁর জীবনের চালিকাশক্তি। তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে সেবা, আর সেবাই হলো প্রকৃত রাজনীতি।এ কারণেই তিনি সবসময় মাঠে মানুষের পাশে, দলের কর্মসূচিতে প্রথম সারিতে।
৫ আগস্টের আগে ও পরে, বিএনপির কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচিতে তাঁর উপস্থিতি ছিল সক্রিয়, আন্তরিক ও অনুপ্রেরণামূলক।কারণ তাঁর রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থের নয় এটা বিশ্বাস, আদর্শ ও জনগণের প্রতি অঙ্গীকার। নাগেশ্বরী– ভূরুঙ্গামারী– কচাকাটা জনপদ বহু প্রতিশ্রুতির ভারে ন্যুব্জ,তবুও প্রকৃত উন্নয়ন ও জনসেবার আলো পৌঁছায়নি ঘরে ঘরে। আজ সময় এসেছে সেই আলোর পথিককে বেছে নেওয়ার, যিনি কথায় নয়—কাজে বিশ্বাস করেন।কারণ তাঁর নেতৃত্বে একটি আশার বাংলাদেশ, একটি গর্বের কুড়িগ্রাম গড়ে তুলতে সাধারণ ভোটাররা প্রতিশ্রুতিবদ্ধ । বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি সবসময় তৃণমূলের নেতৃত্ব, জনগণের আস্থা ও ত্যাগী কর্মীর প্রতি অগ্রাধিকার দিয়েছে।
সাধারণ ভোটারদের প্রত্যাশা “আমরা চাই সেই ডাক্তারকে, যিনি পাশে ছিলেন, আছেন ও থাকবেন । আমরা চাই সেই নেতাকে, যিনি আমাদের ভবিষ্যতের দিশারী
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
