× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনসিপির যুগ্ম সমন্বয়ক গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৫, ১২:০৫ পিএম

প্রেমের সর্ম্পক থেকে অনৈতিক কার্যকলাপ এক পর্যায়ে বিয়ের দাবিতে বাড়িতে অনশনের পরও বিয়ে না করায় এনসিপি নেতার বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নারী শিশু মামলা-৩৪৭/২০২৫ ) দায়ের করেন জুলাই মঞ্চ নেত্রী। সেই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এনসিপির যুগ্ম সম্বয়ন্বয়ক আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে আটক করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ।

ভুক্তভোগী জুলাই মঞ্চের নেত্রী ও মামলা সূত্রে জানা গেছে, চাঁদপুরের কচুয়া উপজেলার অধিবাসী জুলাই মঞ্চের নেত্রীর সাথে ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারী আল আমিন সৈকতের সাথে একই দলের হওয়ার সুযোগে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। দীর্ঘদিনের সর্ম্পককে স্থায়ী রূপ দিতে বিয়ের দাবিতে চলতি মাসের ৫ অক্টোবর আল আমিন সৈকতের গ্রামের বাড়ি ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের অবস্থান নেয়। দুই দিন অনশনের পর জেলা পর্যায়ের এনসিপি নেতারা এর সমাধানে চেষ্টা করেন।

কিন্তু শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় গত ২৬ অক্টোবর ওই জুলাই মঞ্চ নেত্রী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নারী শিশু মামলা-৩৪৭/২০২৫ ) দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে এনসিপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ফরিদগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার (২৯ অক্টোবর ) সন্ধ্যায় আল আমিন সৈকতকে আটক করে। 

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানি জারি করার পর আল আমিন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.