× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্কুলের মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৫, ১৩:২৮ পিএম । আপডেটঃ ৩০ অক্টোবর ২০২৫, ১৩:৩০ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ৫২ নম্বর শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ  করেছেন । আজ ৩০ অক্টোবর আজ বৃহস্পতিবার  সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে, বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। 

বক্তারা জানান, ১৯৬২ সালে শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ের ২৬২ জন শিক্ষার্থী রয়েছে, অপরদিকে ১৯০৭ সালে ৫২ নং শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে ১২৬ জন শিক্ষার্থী রয়েছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে।  দুটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি মাঠ রয়েছে। এ মাঠের মধ্য থেকে রাস্তা পূর্ণ নির্মাণ বন্ধের দাবি জানান। শিক্ষার্থীদের চলাচলের মাঠের মধ্য থেকে রাস্তা থাকলে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। এতে অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন। ফলে তারা এই রাস্তা অপসারণ চান। মানববন্ধনকারীদের দাবি, স্কুল ভবনের  পিছন দিয়ে রাস্তা নির্মাণ করলেন,তাতে প্রতিষ্ঠান দু’টির  শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। তাই তারা স্কুল ভবনের পিছন দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সুমাইয়া আক্তার, ফারজানা মিম, আল রাফি, মাশরাফি মর্তুজা,শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউর রহমান ও উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কালু মিয়াসহ আরও অনেকে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.