× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় সমুদ্র সৈকত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

৩০ অক্টোবর ২০২৫, ১৪:০৫ পিএম

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যটন এলাকা সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায়। যদিও সৈকত জুড়ে রয়েছে বৈদ্যুতিক বাতির খুঁটি, কিন্তু বেশিরভাগ জায়গায় জ্বলে না কোনো বাতি। ফলে বিপাকে পড়ছেন দেশের নানা প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরা। পর্যটকদের অভিযোগ, সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত আলো না থাকায় সন্ধ্যার পর থেকেই নেমে আসে এক অস্বস্তিকর পরিবেশ। অনেকে বলেন, অন্ধকারের সুযোগে ঘটছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ।

আনিসুল হক নামের এক পর্যটক বলেন, সন্ধ্যার পর পরিবার নিয়ে সৈকতে হাঁটতে ভয় লাগে, অন্ধকারে কে কোথা থেকে এসে ছিনতাই করে বোঝা যায় না। আলো থাকলে নিশ্চয় এমন ভয় লাগত না। অন্য এক পর্যটক জানান, সন্ধ্যায় সৈকতের বালিয়াড়িতে হাঁটতে যাই, কিন্তু আলো না থাকায় বিশেষ করে মেয়েদের জন্য পরিবেশটা নিরাপদ মনে হয় না। অন্যদিকে টুরিস্ট পুলিশ নিয়মিত টহল ও অভিযান চালালেও থামানো যাচ্ছে না অপরাধীদের দৌরাত্ম্য। অন্ধকারের সুযোগে বাড়ছে চুরি, ছিনতাই ও হয়রানির মতো ঘটনা।

এ বিষয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, আমরা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছি। আলো জ্বালানোর বিষয়টি বিচ ম্যানেজমেন্ট কমিটি ও জেলা প্রশাসনের দায়িত্বে। পর্যটকদের নিরাপত্তায় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সচেতন মহলের দাবি, দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের সুনাম ধরে রাখতে হলে অবিলম্বে সৈকতের আলোকসজ্জা নিশ্চিত করা এবং সিসিটিভি নজরদারি বাড়ানো জরুরি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.