× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজিবির উদ্যোগে শান্তিপূর্ণ সমাধান

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি)

৩০ অক্টোবর ২০২৫, ১৪:২৬ পিএম । আপডেটঃ ৩০ অক্টোবর ২০২৫, ১৪:২৭ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার চরুয়াখালী এলাকায় পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লংগদু উপজেলার রাজনগর জোনের অধীনস্থ চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বাসিন্দা আজিজুল হক ও জজ মিয়া আদালতের এফিডেভিটের মাধ্যমে পাহাড়ীদের কাছ থেকে জমি ক্রয় করেন। তবে জমি বিক্রয় নিয়ে স্থানীয় পাহাড়ীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষ ও মামলা পর্যন্ত গড়ায়।

গত ২০ অক্টোবর এ ঘটনায় পাহাড়ী ও বাঙ্গালীদের কয়েকটি বসতঘর ভাঙচুর হয় এবং পুলিশ তিনজন বাঙ্গালীকে আটক করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত রাখতে বিজিবি উদ্যোগ নেয় এবং ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে নগদ অর্থ, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করে।

পরবর্তীতে আজ ৩০ অক্টোবর রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাসান ও বাঘাইছড়ির ইউএনও আমেনা মারজানের উপস্থিতিতে বেসামরিক প্রশাসনের মধ্যস্থতায় উভয় পক্ষের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আজিজুল হক তার ভোগদখলীয় জমিতে বসবাস করবেন এবং জজ মিয়ার ক্রয়কৃত জমির পরিবর্তে বিকল্প জমি ও ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষে সমঝোতা হয়।

উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করে জানায়, ভবিষ্যতে তারা আর কোনো ধরনের বিরোধে জড়াবে না এবং দায়েরকৃত দুটি মামলা আপোষ করার অঙ্গীকার করে।

রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল নাহিদ হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমেই শান্তিপূর্ণ সমাধান সম্ভব, বিজিবি সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজিবির এ নিরপেক্ষ ও মানবিক ভূমিকা স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.