নাটোরের সিংড়ায় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ফর্ম ফিলাপের অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ এনে প্রতিবাদ মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের প্রতি অন্যায় গত বছর অনেক কম ছিল এবছর ফি কম নেওয়ার পরিবর্তে দ্বিগুণ ফি নিচ্ছে। তারা অবিলম্বে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবি জানান।
শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষাখাতে যেখানে বাজেট বাড়িয়ে শিক্ষার কার্যক্রম সহজ করা প্রয়োজন, সেখানে অতিরিক্ত ফি আদায় কোনভাবেই সমীচীন নয়। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক।
এবিষয়ে জানতে চাইলে গোল-ই- আফরোজ সরকারি কলেজ কর্তৃপক্ষ জানান, এটা সরকারি সিধান্ত আমরা কোন শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি নীতিমালার বাহিরে কোন ফি নিচ্ছি না। যদি ফি কমানোর বিষয়ে আমাদের কোনকিছু কর্তৃত্ব নেই, সম্পন্ন কর্তৃত্ব সরকারের।
মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা “অতিরিক্ত ফি মানিনা, ফি কমাও স্বপ্ন বাঁচাও, শিক্ষার উপর কর নয়, ন্যায্যতা প্রয়োজন। বাবা আমার কৃষক, টাকার বস্তা নয়। এমন নানা শ্লোগানও দেন।