কুড়িগ্রাম জেলায় ক্রমবর্ধমান সাইবার বুলিং ও অশ্লীল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জুভেন্স রাইট নেট সামাজিক সংগঠন। 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজে পাঁচ দাবি স্মারকলিপি তুলে দেন সামাজিক সংগঠন ‘জুভেন্স রাইট নেট’র কেন্দ্রীয় সভাপতি মুজাহিদ ইসলাম জয়। 
দাবি হলো: কুড়িগ্রাম জেলার সকল অশালীন ও মানহানিকর ফেসবুক পেজ ও আইডি তাৎক্ষণিকভাবে শনাক্ত ও বন্ধের উদ্যোগ গ্রহণ, এসব পেজ বা আইডি পরিচালনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ, জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সাইবার সচেতনতা কার্যক্রম ও সেমিনার আয়োজন করা, জেলা পর্যায়ে একটি সাইবার হেল্পডেস্ক বা হটলাইন চালু করে ভূক্তভোগীদের দ্রুত সহায়তা নিশ্চিত করা এবং স্থানীয় গণমাধ্যম, সংগঠন ও তরুণ স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধে প্রচার-প্রচারণা বৃদ্ধি করা।