“কেউ পাশে নেই যার, সমাজসেবা আছে তার”-এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর অনুদান চেক প্রদান এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম।
প্রধান অতিথি বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে বিভিন্ন পেশাভিত্তিক উপকরণ ও অনুদানের চেক বিতরণ করা হয়।
ভিক্ষাবৃত্তি ত্যাগ করে জীবিকার উপকরণ ভেনগাড়ী পেয়েছেন — রোজিনা বেগম, জেবদা খাতুন, মামুনা খাতুন ও ফিরোজা বেগম। এ ছাড়া স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে অনুদানের চেক দেওয়া হয় — অগ্রদূত সামাজিক সংস্থা, আরডিসি সামাজিক সংস্থা, কাকলী ক্লাব, বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, চক্রবাক ক্লাব, গোলাবাড়িয়া ক্লাব এবং নবীন তারা সংঘ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।