বেগমগঞ্জে সেচ্চাসেবকদলের ১৬ ইউনিয়নে কর্মী সম্মেলন সম্পূর্ণ । বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ৪নং আলাইয়াপুরের কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সফল ভাবে শেষ হলো ১৬ ইউনিয়নের কর্মী সম্মেলন।
প্রসংগত নোয়াখালীর বেগমগঞ্জ বিএনপি ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত দিনে যারা বেগমগঞ্জ থেকে বিএনপির সংসদ প্রার্থী হয়েছেন তার মধ্যে বোরহান উদ্দিন ১ বার, বরকত উল্লা বুলু ৪ বার নির্বাচিত হয়েছিলেন, এম এ হাসেম একবার নির্বাচিত হয়েছিলেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতা আসার পর দলীয় কর্মকান্ড করতে করে পারেনি। ফলে বিএনপির সকল অঙ্গসংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। গত ৫ আগষ্ট পর বিএনপির সকল অঙ্গসংগঠনের কার্যক্রম শুরু হয়। বিলুপ্ত করা হয় উপজেলা বিএনপির কমিটি। ইতিমধ্যে বেগমগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
তার অংশ হিসেবে বেগমগঞ্জ উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক কমিটি ১৬ ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন। পৌর ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্যে পৌর সেচ্চাসেবকদলের আহ্বায়ক রাসেল সুমন ও সদস্য সচীব নুর হোসেনের নেতৃত্বে সব ওয়ার্ডে কর্মী সম্মেলন সফল ভাবে সম্পূর্ণ করে। উপজেলা সেচ্চাসেবকদলের আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচীব ফারুক দৈনিক সংবাদ সারাবেলাকে বলেন, বেগমগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নে কমিটি গঠন করার লক্ষ্যে ১৬ ইউনিয়নে কর্মীসভা সফল ভাবে সম্পূর্ন করি।