× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিঠাপুকুরে যুবককে হত্যা

মোতাহার হোসেন, মিঠাপুকুর, (রংপুর)

৩০ অক্টোবর ২০২৫, ১৮:৩২ পিএম

রংপুরের মিঠাপুকুরে সোহেল মিয়া (২৭) নামের ১ যুবককে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সোহেলের বাড়ি পূর্ব বড় বালার ভোলার পাতার নামক গ্রামে। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের বাবা। তার পিতার নাম আজাদুল হক ওরফে ক্যাতা।

এলাকাবাসী ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে মোনারুল চৌকিদার সোহেলকে বাড়ি থেকে ডেকে স্থানীয় বালুয়া বাজারে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী মিলনপুর গ্রামের আশরাফুল মেম্বারের বাড়িতে পৌঁছে দেন। আশরাফুল মেম্বার তার ভাতিজি জামাতার মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে সোহেলকে নিজ বাড়িতে দুইদিন আটক রেখে বেদম মারপিট করেন। বেদম মারপিটের এক পর্যায়ে সোহেলের অবস্থা কাবু হয়ে পড়লে বুধবার রাত দশটার দিকে স্থানীয় হাবিবুর এর মাধ্যমে সোহেলের বাবা মাকে ডেকে নিয়ে সাদা স্ট্যাম্পে জোরপূর্বক সহি নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হস্তান্তর করেন। 

এ ঘটনার কিছুক্ষণ পর আশঙ্কাজনক সোহেল মৃত্যুর কোলে ঢলে পড়েন।। সোহেলের বাবা আজাদুল হক ওরফে ক্যাতা এ সংক্রান্তে জড়িত দোষীদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরাতহাল প্রস্তুত ও মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ মর্গে প্রেরণ করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.