× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নতুন কমিটি

ফুলবাড়িয়া প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৫, ১৯:০৪ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটির  সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবঃ প্রফেসর ডা. সাইফুল ইসলাম। তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের অন্যতম সদস্য হিসেবে সারা দেশে পরিচিত একজন খ্যাতনামা চিকিৎসক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত পত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়।

 ব্রিগেডিয়ার জেনারেল (অব:)এর প্রতিশ্রুতি নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) প্রফেসর ডা. সাইফুল ইসলাম বলেন, ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ ময়মনসিংহ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমি চাই এই কলেজে শিক্ষার মান আরও উন্নত হোক, শিক্ষার্থীরা যেন সুশিক্ষায় গড়ে ওঠে এবং ফলাফলেও ধারাবাহিক উৎকর্ষ বজায় থাকে। শিক্ষকদের সহযোগিতা নিয়ে কলেজকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করব।

তিনি আরও বলেন,শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি নৈতিকতা, মানবতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটায়। তাই শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতেই হবে।

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজে নতুন যুগের সূচনা স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও নতুন সভাপতির দায়িত্ব গ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আশা করছেন, তার নেতৃত্বে কলেজে শিক্ষার পরিবেশ, প্রশাসনিক দক্ষতা এবং ফলাফলের মান আরও উন্নত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.