গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গোপালগঞ্জ পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” - প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোৎস্না খাতুন উপস্থিত ছিলেন।
এ সময় সরকারি-বেসরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।