× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় ৩ জন আহত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৫, ২০:০২ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে মিল্টন, মশিয়ার, রাসেলের নেতৃত্বে ৮/১০ জনের একদল দূর্বৃত্ত পশু চিকিৎসক প্রিন্স মোল্লার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এরপর মিজান মোল্যার নেতৃত্বে একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র  নিয়ে ফের হামলা চালিয়ে বিপুল মোল্লা, জিকরুল মোল্লাকে আহত করে। আহতদের মধ্যে জিকরুল মোল্লা কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি। 

ঘটনার পর পরই লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  আহতদেরকে কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ওই এলাকা আপাতত শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.