ফেনীর দাগনভূঞা ইসলামী ব্যাংক থেকে সিএনজিযোগে ফেরার পথে ইসলামী ব্যাংক বেকেরবাজার এজেন্ট শাখার দুই কর্মচারীর কাছ থেকে র্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাতুভূঞা ব্রিজ এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেকেরবাজার এজেন্ট শাখার দুই কর্মচারী দাগনভূঞা ইসলামী ব্যাংক থেকে ৮ লাখ টাকা নিয়ে সিএনজিযোগে এজেন্ট ব্যাংকিং শাখায় ফিরছিলেন। পথিমধ্যে ফেনী নোয়াখালী মহাসড়কের মাতুভূঞা ব্রিজ এলাকায় পৌঁছালে র্যাব পরিচয়ে কিছু লোক তাদের মানধর করে জোরপূর্বক তুলে নেয়। পরে তাদের চোখ বেঁধে টাকা ছিনিয়ে নিয়ে সেনবাগে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, ছিনতাইয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কর্মীচারী দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।