নারায়ণগঞ্জ ফতুল্লাকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন তরুণ সমাজকর্মী নাজমুল হাসান বাবু। গত বৃহস্পতিবার সকালে তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘোষণা দেন- “আমি নাজমুল হাসান বাবু, জীবন দিয়ে হলেও ফতুল্লাকে মাদকমুক্ত করব।”
তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল - “ফতুল্লাকে মাদক মুক্ত করতে চাই। সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”
নাজমুল হাসান বাবু বলেন, “মাদক এখন সমাজের প্রতিটি স্তরে প্রবেশ করেছে। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এখনই ব্যবস্থা নিতে হবে। আমি চাই ফতুল্লা হোক মাদকমুক্ত একটি মডেল এলাকা।”
তিনি আরও জানান, ইতোমধ্যে তিনি বিভিন্ন ওয়ার্ডে মাদকবিরোধী প্রচারণা, পথসভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছেন। আগামী দিনগুলোতে তিনি স্কুল-কলেজে সচেতনতামূলক আলোচনা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযানের দাবিও জানাবেন।
স্থানীয়দের মতে, নাজমুল হাসান বাবুর এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। অনেকেই তার এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন এবং সামাজিকভাবে তাকে সমর্থন দিচ্ছেন।
একজন এলাকাবাসী বলেন, “নাজমুল ভাইয়ের মতো যদি আরও কয়েকজন এগিয়ে আসে, তাহলে ফতুল্লা সত্যিই মাদকমুক্ত হতে পারে।”
নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও মাদকবিরোধী যেকোনো নাগরিক উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে এবং সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।