ছবি: সংবাদ সারাবেলা।
সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। স্থানীয় সমবায়ী সংগঠনগুলোর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযথ মর্যদায় পালন করা হয়। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে সমবায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খান এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা সবুজ আলী। বিশেষ অতিথি ছিলেন মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লাহ ও পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তামিম।
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি জানান, সারাদেশের মতো শেরপুরের নালিতাবাড়ীতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় সমবায় দিবস। শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ী সংগঠনগুলোর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। দিনের শুরুতে সকাল ১১টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান,“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে রাঙ্গুনিয়ায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার পার্থ কান্তি বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান।
কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি জানান, মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রুমা প্রতিনিধি জানান, বান্দরবান রুমা উপজেলায় শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় । পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলায় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন,জেলা সমবায় অফিসার হোসেন শহীদ,নাটোর সদরের নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান,সহকারী প্রকল্প পরিচালক মঞ্জিরা পারভিন সহ বিভিন্ন এনজিও কর্মিরা উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ‘সাম্য ও সমতায় ,দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার র্কাযালয়ের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা খরকা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক মির্জা জিল্লুর রহমান।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান,“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য নিয়ে সীতাকুণ্ডে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম।
বড়াইগ্রাম প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইন। সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফুলবাড়িয়া প্রতিনিধি জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন, সমবায়ীবৃন্দ ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। পতাকা উত্তোলন ও সমবায় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো: জাহাঙ্গীর আলম।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়ায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা ১১ টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ।
উজিরপুর-বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
