বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঘরে ঘরে জনে জনে কর্মসূচীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী দিনের নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে রুপান্তরিত হবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ সকল দিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
শনিবার (১ নভেম্বর ) বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দূর্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজী বাড়ীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লসকরের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন,
আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সরধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমি,মতলব দক্ষিণ উপজেলা বিএনপি‘র সভাপতি এনামুল হক বাদল,মতলব উত্তর উপজেলা বিএনপি‘র সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন সপন ,ছেংগারচর পৌর বিএনপির সাধাররণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ আরো অনেকে।
উঠান বৈঠকে ড. মোহাম্মদ জালাল উদ্দিন আরো বলেন,রাষ্ট্র, সমাজ ও জনগণের বৃহৎ স্বার্থে বিএনপিকে জয়যুক্ত করে নিজেদের প্রাণ ও দেশ রক্ষাকরতে হবে । বিএনপি‘র কোন বিকল্প নেই । বিএনপি ক্ষমতায় না আসলে এদেশের মানুষ আবারো অত্যাচার ও নির্যাতনের শিকার হবে ।
আমি আমার জন্য ভোট চাইতে আসিনাই আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইতে এসেছি।
তিনি সকল মনোনয়ন প্রত্যাশী দেরকে একমঞ্চে এসে বিএনপিকে আরো শত্তিশালী করার লক্ষে কাজকরার আহবান জানিয়ে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমি সবার আগে তার পক্ষেই কাজশুরু করব।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।আপনারা আসেন আমার পাশে না হয় আমাকে বলেন আমি আপনাদের পাশে গিয়ে বিএনপির জন্য এবং এদেশের মানুষের জন্য কাজ করব।