× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেফতার ও আদালতে প্রেরণ

চট্টগ্রাম ব্যুরো:

০১ নভেম্বর ২০২৫, ২৩:১৭ পিএম

চট্টগ্রামের পাঁচলাইশে গত ৫ মে ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও ইসলামী ছাত্রসেনার বিক্ষোভে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম মো. সালাউদ্দিন (৫০)। তিনি রাজাখালী এলাকার মো. মিয়া বিল্ডিং, ভাঙ্গারপোলের বাসিন্দা এবং বর্তমানে নাসিরাবাদ হাউজিং সোসাইটির এসএএফ জাফর ভিলায় বসবাস করেন।

সূত্র জানায়, পাঁচলাইশ মডেল থানার মামলা নং-০৩, তারিখ ০৫/০৫/২০২৫, ধারা ১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৪২৭/৩৪ তৎসহ স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ১৯৭৪-এর ১৫(৩) অনুযায়ী মামলাটিতে নামীয় ১৩ নম্বর আসামি ছিলেন সালাউদ্দিন।

তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৫ মে সকালে মাওলানা রঈস উদ্দিন হত্যার বিচারের দাবিতে অনুমতিবিহীন “অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ”-এর আয়োজন করে ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা নেতাকর্মীরা। পাঁচলাইশ থানার মুরাদপুর মোড়ে পুলিশের বাধা পেয়ে তারা হাতে থাকা কাঠ, বাঁশ ও ইট-পাথর নিক্ষেপ করে পুলিশের ওপর চড়াও হয়।

ঘটনায় পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

পরে ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করা হলেও সালাউদ্দিনসহ দুজন পলাতক ছিলেন। গত ১ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে পুলিশ নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর ধৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. নুরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনাটির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.