রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৫। দায়ক-দায়িকার উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় মহোৎসবে অনুষ্ঠিত হয় বৌদ্ধ ভিক্ষু ভান্তেদের প্রতি কঠিন চীবর দান, অন্ন দান, বুদ্ধ পূজা, ধর্ম আলোচনা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা। গতকাল শনিবার সকালে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রায় ৩০০ থেকে ৪০০ জন ধর্মপ্রাণ পুণ্যার্থী অংশগ্রহণ করেন। সারাদিনব্যাপী বৌদ্ধদের প্রার্থনা, ধর্মোপদেশ ও ভান্তেদের উপদেশে পুরো এলাকা ছিল পুণ্যময় ও শান্ত পরিবেশে পরিপূর্ণ।
অনুষ্ঠান চলাকালীন সময় সার্বিক পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। নিরাপত্তার স্বার্থে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের পক্ষ থেকে একটি টহল দল এলাকায় টহল পরিচালনা করে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। অনুষ্ঠানে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ সময় কাপ্তাই জোনের পক্ষ থেকে মেজর মো. তানভীর হাসান সিফাত, ক্যাম্প কমান্ডার, বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প, অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। তিনি আয়োজক কমিটি, দায়ক-দায়িকা ও স্থানীয় ধর্মপ্রাণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বলেন-“বৌদ্ধ সম্প্রদায়ের এই কঠিন চীবর দান উৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মনে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এমন আয়োজন সমাজে ঐক্য ও মানবতার বন্ধনকে আরও দৃঢ় করে।”
ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বললেন -“প্রতিবছরের মতো এবারও স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতায় আমরা সফলভাবে এই দানোত্তম চীবর দান অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। ধর্মীয় চেতনা ও মৈত্রীর আলো যেন সকল মানুষের মনে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়-এটাই আমাদের কামনা।”
দিনশেষে পুণ্যার্থীদের মাঝে অন্নদান, ধর্মীয় উপদেশ ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়, যা রাজস্থলী উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এক অনন্য ধর্মীয় ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।