ঝালকাঠির কাঠালিয়ায় শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল শনিবার বিকেলে এ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেনলা, বিশিষ্ট শিল্পপতি মো. শহীদুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা ক্রীড়া পরিষদের সাবেক সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান আকন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার, মো. মোস্তাফিজুর রহমান মারুফ, কিশোর মাহমুদ, হাসিব ভুট্টো, রিয়াজ মোরশেদ সাদ্দামসহ আরও অনেকে।
উদ্বোধনী খেলায় মোকামিয়া একাদশ নুরনবী ফুটবল একাডেমী ঝালকাঠিকে ১-০ গোলে পরাজিত করেন। খেলা দেখতে মাঠের চার পাশে হাজার হাজার দর্শক অংশগ্রহন করেন। টুর্নামেন্টে বরিশাল বিভাগের ৮ উপজেলার ৮টি দল অংশ গ্রহন করেন।