× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্ব

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার)

০২ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দুপুরে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে আসহাবুজ্জামান শাওন (দোয়াত কলম প্রতীক) ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এম এ ওয়াহিদ রুলু (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৮ ভোট।

সহ-সভাপতি পদে পিন্টু দেবনাথ (বাই-সাইকেল প্রতীক) ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল মুক্তাদির (ছাতা প্রতীক) ১৩ ভোট ও সালাহউদ্দিন শুভ (বালতি প্রতীক) ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে আহমেদুজ্জামান আলম (চেয়ার প্রতীক) ২৩ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই ইদ্রিছি (আনারস প্রতীক) পেয়েছেন ৪ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহাদ মিয়া (তালা প্রতীক) ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পারভেজ আহমেদ (চশমা প্রতীক) পেয়েছেন ১৬ ভোট এবং মোনায়েম খাঁন (মই প্রতীক) পেয়েছেন ১০ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর হোসেন (মাইক প্রতীক) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী রাজু দত্ত (টেবিল প্রতীক) পেয়েছেন ৭ ভোট।

কার্যকরী সদস্য পদে প্রণীত রঞ্জন দেবনাথ (আম প্রতীক) ২৪ ভোট, বিশ্বজিৎ রায় (ক্যামেরা প্রতীক) ২২ ভোট, মোস্তাফিজুর রহমান (টেলিভিশন প্রতীক) ২২ ভোট এবং সাব্বির এলাহী (টেলিফোন প্রতীক) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ফলাফল ঘোষণার পর সাংবাদিক সমাজ নবনির্বাচিতদের অভিনন্দন জানায়। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কমলগঞ্জ প্রেসক্লাব আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.