× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বোনকে বিয়ে না দেওয়ায় ক্ষিপ্ত বখাটে

মাহমুদুর রহমান মনজু, লক্ষীপুর

০২ নভেম্বর ২০২৫, ১৩:০০ পিএম

লক্ষ্মীপুরে বখাটে সুজনের সাথে বোনের বিয়ে না দেওয়ায় ভাই মনিরের সিএনজিতে পেট্রোল দিয়ে আগুন দেয় বখাটে সুজনসহ আরও ৪/৫জন। সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারীর বাড়িতে  রোববার (০২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

ভূক্তভোগী মনির দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়ির নুর নবীর ছেলে। সে জানায়, সুজন অনেক দিন থেকে আমার বোনকে ডির্ষ্টাব করত, বিয়ের জন্য প্রস্তাব দিত, সে আমার খালাতো ভাই হয়। আমরা বিয়েতে রাজি না হয়ে গত ১৫দিন আগে আমার বোনের বিয়ে অন্যত্র দিলে সে ক্ষুব্ধ হয়ে পেট্রোল দিয়ে আমার সিএনজি জ্বালিয়ে দেয়।  রাতে আগুনের খরব টের পেলে আমরা ঘর থেকে বেরিয়ে আসলে সুজন লোকবলসহ পালিয়ে যায়। আমরা গত মাসে আমার বোনকে হয়রানি করে দেখে সুজনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করি। সুজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারাধীন সুতার বাড়ির দুলালের ছেলে। জীবিকার একমাত্র অবলম্বন জ্বলতে দেখে সুজন শোকে বিহ্বল । সে প্রশাসনের কাছে ন্যায় বিচার চায়।

বিষয়টি রাতেই চন্দ্রগঞ্জ থানায় জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.