রবি ২০২৫/২০২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, গম, পেয়াজ, মশুর, খেসারি ও চিনাবাদাম বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১ টার দিকে নাটোর সদর উপজেলা চত্ত্বরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাটোর সদর মো. আরিফ আদনান, নাটোর সদর উপজেলার কৃষি কর্মকর্তা নীলিমা জাহান সহ কর্মকর্তা-কর্মচারি ও কৃষকগন উপস্থিত ছিলেন।
৪৩৬০ জন কৃষকদের মাঝে গমের বীজ ২০কেজি ডিএমপি ১০ কেজি,এমওপি ১০ কেজি,সরিষার বীজ ১ কেজি ডিএমপি ১০ কেজি এমওপি ১০ কেজি পেয়াজের বীজ ১ কেজি ডিএমপি ১০ কেজি এমওপি ১০ কেজি,চিনাবাদামের বীজ ১০ কেজি ডিএমপি ১০ কেজি,৫ কেজি মশুর বীজ ৫ কেজি ডিএমপি ১০ কেজি, এমওপি ৫ কেজি,খেসারীর বীজ ৮ কেজি ডিএমপি ১০ কেজি,এমওপি ৫ কেজি কৃষকদের মাঝে বিতরণ করা হয়।