× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘের সোস্যাল সামিট

কাতার যাচ্ছেন সাংবাদিক সুহেল ও তুহিনুর

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

০২ নভেম্বর ২০২৫, ১৭:৫২ পিএম । আপডেটঃ ০২ নভেম্বর ২০২৫, ১৭:৫৩ পিএম

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের দ্বিতীয় সোস্যাল সামিটের সংবাদ সংগ্রহ করতে কাতারের দোহায় যাচ্ছেন দৈনিক মানবজমিনের রাজনগর প্রতিনিধি আব্দুর রহমান সুহেল ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি তুহিনুর রশীদ।

রোববার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট থেকে ঢাকা হয়ে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

সাংবাদিক সুহেল ও তুহিনুর জানান, জাতিসংঘের সোস্যাল সামিটের সংবাদ সংগ্রহ করার পর প্রবাসী বাংলাদেশীদের সাথে দেখা করবেন ও কাতারের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। সপ্তাহ খানিক পরেই তারা দেশে ফিরবেন।

উল্লেখ্য, প্রথম সোস্যাল সামিট ১৯৯৫ সালের ৬ থেকে ১২ মার্চ পর্যন্ত ডেনমার্কের কোপেনহেগেন অনুষ্ঠিত হয়েছিল।এই সামিটে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সংহতি বৃদ্ধিসহ সামাজিক উন্নয়নের তিনটি মূল লক্ষ্যের উপর মনোযোগ দেওয়া হয়। কাতারে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সামিটে কোপেনহেগেন ঘোষণা পত্র, কর্মসূচি ও এর বাস্তবায়নের প্রতি পুনর্প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং ২০৩০ সালের এজেন্ডা বাস্তবায়নের গতি বৃদ্ধি করা হবে মূখ্য বিষয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.