× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

‎ শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

০২ নভেম্বর ২০২৫, ১৭:৫৭ পিএম

ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় শহরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল প্রকাশিত স্মরণীকার মোড়ক উন্মোচন, উপহার বিতরণ, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

‎সংগঠনের সভাপতি ফয়জুল হক বাপ্পীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি ও সদস্য আসাদুজ্জামান দারার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তায়ব্লু হক, প্রফেসর মোক্তার হোসেন , বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্প উদ্যোক্তা আবদুল লতিফ জনি, তরুণ রাজনীতিবিদ ও ইতিহাস গবেষক আলাল উদ্দিন আলাল। বক্তব্য রাখেন উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু, জনপ্রিয় প্রামাণ্য নির্মাতা ও সংগঠক রিফাত এহসান।

‎অনুষ্ঠানে চব্বিশ এর বন্যায় ও পরবর্তী পূণর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আলোকিত ব্লাড ডোনার ক্লাব ফুলগাজী, পরিবর্তন -সমাজের কল্যাণে ফুলগাজী, তারুণ্যের বন্ধন ফেনী, উদীচী ফেনী, ঘুরে দাঁড়াবে ফেনী ও স্বেচ্ছাসেবী সংগঠক রিফাত এহসান ও তার দলকে অদম্য সম্মাননা প্রদান করা হয়। এতে দাগনভূঞার গিয়াস উদ্দিনকে হুইল চেয়ার, আনন্দপুরের আজিমকে দুই বান টিন, মাথিয়ারার ফাহিমা আক্তারকে সেলাই মেশিন ও তিনজন রোগীকে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেয়া হয়। পাশাপাশি চব্বিশ এর বন্যায় ফেনীর বিভিন্ন এলাকায় সুপেয় পানি সরবরাহ করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র দোকানী মোতালেব হোসেনকে দেয়া হয় বিশেষ উপহার। এতে চব্বিশ এর বন্যায় ত্রাণ তৎপরতা ও পরে ঘর নির্মাণের জন্য সংগঠক রিফাত এহসান, সাজিদ হাসান মাহি, শাহরিয়ার অপূর্ব, জয়কে বিশেষ উপহার দেয়া হয়। এতে গান পরিবেশন করেন শিল্পী আব্দুল আলীম, পিণশ্রী দে ও আহির দাস ইমন।

‎অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অদম্য শীর্ষক স্মরণীকার মোড়ক উন্মোচন ও অতিথিদের হাতে উপহার তুলে দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমীন রিজভী,দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহরাব আল হোসাইন তানভীর, স্টার লাইন গ্রুপ এর পরিচালক মাঈন উদ্দিন, বিশিষ্ট নাট্য সংগঠক ও ব্যবসায়ী নেতা মো: হারুন উর রশীদ, চিত্র শিল্পী গোপাল দাস, যুব সংগঠক নাসির উদ্দিন খোন্দকার, ফেনী ডেফোডিল স্কুল এর সিইও ফরিদ আহাম্মদ, কবি ওবায়েদ মজুমদার, ইকবাল চৌধুরী, উদীচী ফেনী জেলা সভাপতি মহিবুল হক চৌধুরী রাসেল। এতে জেলার সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক সংগঠকসহ শতাধিক অতিথি অংশগ্রহণ করেন। শুরুতে সংগঠনের সার্বিক কর্মকাণ্ড একটি ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেন তথ্য ও গবেষণা সম্পাদক নিশাদ আদনান।

‎প্রধান অতিথির বক্তব্যে ফেনী পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ফেনীর মানুষের স্বেচ্ছাসেবী মন আছে। যেকোনো দূর্যোগে তারা প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ে। চব্বিশের বন্যায় এ অঞ্চলের মানুষের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

‎ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করে তিনি বলেন, এ সংগঠন একের পর এক চমক দেখাচ্ছে। তারা গত এক বছর টানা কর্মসূচি পালন করে যাচ্ছে। তাদের একাধিক অনুষ্ঠানে আমি যোগ দিয়েছি। তিনি সবসময় ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর পাশে থাকার আশ্বাস দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.