পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক বিমানবাহিনীর প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচন পেছানোর পায়তারা চলছে। তিনি বলেন, নির্বাচন পেছানোর চেষ্টা দেশের মানুষ বরদাস্ত করবে না।
রোববার (২ নভেম্বর) বিকালে দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দরে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা জহিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না মিয়া ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রকৌশশলী এম. এ হক, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, বিএনপি নেতা মতিউর রহমান দিপু, ইউনিয়ন বিএনপি নেতা আবদুস সোবাহান, ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ বিশেষ অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আহসান ফারুক, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল মিয়া প্রমূখ।