× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

‎ শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

০২ নভেম্বর ২০২৫, ১৯:৩৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ফেনীর নবাগত জেলা প্রশাসক মনিরা হক জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।  রোববার (২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকেরা নবাগত জেলা প্রশাসককে তাঁর পুরনো এই কর্মস্থলে নতুন করে আগমনে স্বাগত জানান। এতে সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে শহরের যানজট, জলাবদ্ধতা, পুরো জেলায় মাদকের অবাধ ছড়াছড়ি, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া মুছাপুর রেগুলেটর ভেঙ্গে যাওয়ার পর থেকে সোনাগাজী ও দাগনভূঞার বিভিন্ন এলাকা নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

‎অপরদিকে রেমিটেন্সের দিক দিয়ে দেশের শীর্ষ জেলার একটি ফেনী। অর্থনৈতিক ও ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ জেলা হিসেবে এখানে শিল্প-কলকারখানা গড়ে তোলা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় ও দেশি-বিদেশি উদ্যোক্তা আকৃষ্টে প্রশাসনকে জোরালো ভূমিকা নিতে বলা হয়।

‎নবাগত জেলা প্রশাসক মনিরা হক তার বক্তব্যে পুরনো কর্মস্থল হিসেবে এখানকার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে তিনি ভালোই ওয়াকিফহাল আছেন বলে জানান। আইনশৃঙ্খলাসহ ফেনীর সার্বিক উন্নয়ন এবং মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

‎সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মা,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা ও ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.